1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
তারুণ্যের উৎসব ২০২৫, আন্তঃস্কুল বিতর্ক ও হাডুডু প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন - আলোকিত খাগড়াছড়ি

তারুণ্যের উৎসব ২০২৫, আন্তঃস্কুল বিতর্ক ও হাডুডু প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে ‘তারণ্যের উৎসব-২০২৫,  আন্তঃস্কুল বিতর্ক ও হাডুডু খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে দীঘিনালা উপজেলা প্রশাসন প্রাঙ্গণে দুপুর ১টা পর্যন্ত চলে এই জমজমাট আয়োজন। এ আয়োজন মেধা, ক্রীড়া ও উদ্দীপনার এক অসাধারণ সংমিশ্রণ হয়ে ওঠে।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় তাদের যুক্তি ও প্রজ্ঞার অসাধারণ প্রদর্শনের মাধ্যমে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। উদালবাগান উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল, “সামাজিক যোগাযোগ মাধ্যম- ভালো কাজের চেয়ে গুজব সৃষ্টিতে অধিক ভূমিকা রাখছে।”
এর আগে গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক পর্বের মাধ্যমে ফাইনালে ওঠে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় এবং উদালবাগান উচ্চ বিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের তিনজন প্রতিনিধি বিচারকের দায়িত্ব পালন করেন।
একই দিনে অনুষ্ঠিত হয় হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা। এতেও উত্তেজনার কমতি ছিল না। ফাইনালে মুখোমুখি হয় ২নং বোয়ালখালী ইউনিয়ন এবং ৪নং দীঘিনালা ইউনিয়ন (বরাদম)। বোয়ালখালী ইউনিয়ন শারীরিক দক্ষতা ও টিমওয়ার্কের দুর্দান্ত প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়, আর দীঘিনালা ইউনিয়ন রানার্সআপ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ বলেন, ‘এই ধরনের প্রতিযোগিতা আমাদের তরুণ প্রজন্মকে মেধা ও শারীরিক দক্ষতার বিকাশে সাহায্য করবে। এটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণীর সময় উপজেলা প্রশাসনের প্রাঙ্গণ দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে। বিজয়ী এবং রানার্সআপ দলগুলোর উচ্ছ্বাসে মুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে সবাই তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি পেয়ে আনন্দে অভিভূত ছিল।
এই আয়োজন তরুণ প্রজন্মকে মেধা, যুক্তি এবং ক্রীড়ায় অনুপ্রাণিত করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দীঘিনালা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ ভবিষ্যতে এ অঞ্চলের যুবসমাজকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দেয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ