1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
করোনা প্রতিরোধে বাঘাইছড়িতে আশিকা উন্নয়ন সংস্থার বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

করোনা প্রতিরোধে বাঘাইছড়িতে আশিকা উন্নয়ন সংস্থার বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৯৭ বার পড়া হয়েছে
বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে করোনা প্রতিরোধে অক্সিজেন সিলিন্ডার, লেবুলাইজার সহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছে আশিকা উন্নয়ন সংস্হা।
১৯ এপ্রিল রবিবার দুপুর ২ ঘটিকায়  বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতুর কাছে এসব স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেন আশিকা উন্নয়ন সংস্হা এনজিও রাঙ্গামাটি  জেলার সমন্বয়ক বিমল চাকমার নেতৃত্বে একটি  প্রতিনিধি দল।
উপজেলার ৭০ পরিবারের মাঝে উক্ত সামগ্রী বিতরনের কথা রয়েছে।   এসব স্বাস্থ্য সামগ্রীর মধ্যে রয়েছে  ডেটল সাবান ৭০০ টি- প্রতি পরিবার ১০ টি সাবান, বালতি ডাকনা সহ ৭০ টি- প্রতি পরিবার ১টি, টিসু ১৪০ প্যাকেট- প্রতি পরিবার ২ প্যাকেট, মাস্ক ৩৫০ টি- ৫টি করে, মগ ৭০ টি- প্রতি পরিবার ১টি করে, হুইল পাউডার সাবান ৫০০ গ্রামের -৩৫০ টি প্যকেট প্রতি পরিবার ৫ প্যাকেট, বিভিন্ন সচেতনতা মূলক ব্যানার, ফেস্টুন,  লিফটেড শতাধিক। এছাড়াও  বাঘাইছড়ি  উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আহম্মেদের কাছে ১টি অক্সিজেন সিলিন্ডার এবং ১টি  লেবুলাইজার প্যাকেট ১সেট প্রদান  করা হয়। এবং আশিকার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আগত রোগীদের হাত ধুয়ার জন্য ২ টি ভ্যাশিন স্থাপন করা হয়।
উল্লেখ্য যে, সাজেকের দুর্গম অঞ্চলে হামে আক্রান্ত পরিবারের  মধ্যে ৪ হাজার প্যাকেট পুষ্টিকর বিস্কুট, প্রতিজন ১ হাজার টাকা করে ২ শত পরিবারের মাঝে নগদ ২লক্ষ টাকা আর্থিক সহযোগীতাও করে আশিকা উন্নয়ন সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ