1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগকে প্রস্তুত থাকতে হবে; হুমায়ুন মোর্শেদ খাঁন - আলোকিত খাগড়াছড়ি

যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগকে প্রস্তুত থাকতে হবে; হুমায়ুন মোর্শেদ খাঁন

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২০
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে হত্যা করা। মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করে পাকিস্তানের ভাবধারার রাষ্ট্র পরিচালনা করা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আগস্ট মাস আসলেই দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়। তাই যুবলীগের নেতাকর্মীদের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
রোববার (৩০ আগস্ট) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুব লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদের স্মরণে আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন।
মাটিরাঙ্গা সদরের দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রাকিবুল হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম খন্দকার।
মাটিরাঙ্গা পৌর যুব লীগের নেতা মো. সোহেল আফজল বাবু’র সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও  পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটন প্রমুখ।
আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবুল আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. হারুন মিয়া, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা মো. ওসমান গনি ও মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মো. আল আমিন ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদের স্মরণে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালের দিকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাটিরাঙ্গা সদরের দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রাকিবুল হাসান ও মাটিরাঙা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম খন্দকার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ