1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় ৩ মেয়র ও ৪৭ কাউন্সিলরের মনোনয়নপত্র দাখিল - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় ৩ মেয়র ও ৪৭ কাউন্সিলরের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
আগামী ১৪ ই ফেব্রুয়ারি ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামীলীগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩জন।
রবিবার (১৭ জানুয়ারী ) সকাল ১১টার পর থেকে বিকাল ৫টা পর্যন্ত  উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মেয়র পদে মনোননয়নপত্র দাখিল করেছেন ৩জন।
এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬জন মনোনয়নপত্র জমা দেন।
শত শত নেতাকর্মীর অংশগ্রহনে বিশাল শোডাউনে নিয়ে মনোনয়ন পদ দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো.শামছুল হক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত যুগ্ন সম্পাদক  ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম এবং বিএনপির মনোনীত প্রার্থী মো. শাহজালাল কাজল তাদের স্ব-স্ব নেতাকর্মীদের সাথে নিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আশরাফুল আলমের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
কাউন্সিলর পদে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডে ৫জন, ২নং ২জন, ৩নং ৪জন, ৪নং ৬জন, ৫নং ৩জন, ৬নং ৫জন, ৭নং ৪জন, ৮নং ৭জন, ৯নং ৫জন মনোননয়নপত্র জমা দেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ২জন, ২নং ৩জন, ৩নং ১জন মনোননয়নপত্র জমা দেন।
প্রসঙ্গত,মাটিরাঙ্গা পৌরসভার এবারের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ৬৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন।
১৯ জানুয়ারী মনোননয়নপত্র বাছাই,২৬ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ