1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

আবুল হাসেম,মাটিরাঙ্গা প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ উদ্দিপনায় ৪র্থ ধাপে ১৪ ফেব্রুয়ারী মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন সম্পন্ন হলো।
এরই মধ্যে নির্বাচিত প্রার্থীদের বিজয়োল্লাস করতে দেখা যায়। তাছাড়া যারা নির্বাচিত হন নি তারা হিসেব কষছেন বিভিন্নভাবে।
১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এমরান হোসেন ৬ শত ৩৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। সাইফুল ইসলাম ৫শত৭৬, হানিফ মিয়া ৫৩,জামাল হোসেন ২৫ এবং আঃ আজিজ পেয়েছেন ১১ ভোট।
২নং ওয়ার্ডে মোঃ আলী ১ হাজার ২ শত ২৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।  মোঃ সুমন পেয়েছেন ৫শত ৩৫ ভোট।
আলা উদ্দিন লিটন ৫শত ৩৬ ভোট পেয়ে পুনরায়  ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে জয়ী লাভ করেন। সাইফুল ইসলাম ৩শত ৯১, কামাল উদ্দিন ২শত ৮৯ ভোট।
৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে আলমগীর হোসেন ৬শত ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাবুল হাওলাদার ৪শত ৪২,জালাল ২শত ৪৭ ভোট। নুরুল ইসলাম ২শত ৪৭,মোস্তাফা ৩শত ৭১ এবং হাবিবুর রহমান ২৩ ভোট পেয়েছেন।
রাকিবুল হাসান  ৮শত ৭৪ ভোট পেয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আলী মিয়া ৪শত, আঃ হামিদ ৮৮ ভোট পেয়েছেন।
৬নং ওয়ার্ডে সোহাগ ৬শত ৫৩ ভোট পেয়ে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। হিমেল চাকমা ৩শত ২৬ ভোট,আবু বক্কর সিদ্দিক১শত ২ এবং সুমন দে ৩২ ভোট পেয়েছেন।
মিজানুর রহমান খোকন ৪শত ৩৪ ভোট পেয়ে ৭নং এ কাউন্সিলর হয়েছেন। আলী হায়দার ভুঁইয়া শিফন ৩শত ৮০,ওমর ফারুক,১শত ৯২ ও হারুন মিয়া ১শত ৪৭ ভোট পেয়েছেন।
৮নং এ তফিকুল ইসলাম  ৬শত৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ওয়ালী উল্ল্যা ৩শত১৮,নজরুল ইসলাম ভুইঁয়া ৩শত ৮,আলী হাসান নয়ন ২ শত ৩২,এস কে আলী ৯৪,হিরণ তালুকদার ৩৪,সোহেল রানা ২১ ভোট পেয়েছেন।
৯নং এ সফিকুল ৫শত ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।অহিদুল ইসলাম ৪শত ৭৪,সোহেল আফজাল ২শত ৭২,জালাল মজুমদার ১শত ৭৬,মাহাবুব-ই-রাব্বানি ১৮ ভোট পেয়েছেন।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো.রাজু আহম্মেদ বলেন,সকল স্তরের সহযোগীতায় বেশ শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ ও প্রভাবমুক্ত ভাবেই মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন শেষ হলো।
প্রসঙ্গত,মাটিরাঙ্গা পৌর নির্বাচনে ৩ জন মেয়র সংরক্ষিত কাউন্সিলর পদে ৫জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ