1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২২ মার্চ, ২০২১
আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে,’মুজিব বর্ষের প্রতিশ্রুতি-জোরদার করি দুর্যোগ প্রস্তুুতি’।
সোমবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন মাটিরাঙা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস ও ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।
মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীলের সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আরিফুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মো: বাদশা ফয়সাল,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, রির্সোচ ইন্সট্রাক্টার মো: আসগর হোসেন, নির্বাচন কর্মকর্তা মো: আশরাফুল আলম, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো.সাদিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ