1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় ৭ ইউপি নির্বাচনে নৌকায় উঠতে চান ৩ ডজন আ’লীগ নেতা - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় ৭ ইউপি নির্বাচনে নৌকায় উঠতে চান ৩ ডজন আ’লীগ নেতা

  • প্রকাশিতঃ সোমবার, ৪ অক্টোবর, ২০২১
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বইছে ভোটের হাওয়া। সারা দেশের ২য় ধাপের ৮৪৮ টি ইউপি নির্বাচনের সাথে এ উপজেলার ৭ ইউনিয়নে ভোট গ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। এ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা চালাচ্ছেন জোর প্রচার-প্রচারণা।
উপজেলার ৭ ইউনিয়নের ইউপি নির্বাচনে নৌকার হাল ধরতে মরিয়া ৩ ডজন আওয়ামীলীগ নেতা। দলীয় মনোনয়ন পেতে জেলা ও উপজেলা নেতাদের কাছে ধরনা দিচ্ছেন সম্ভাব্য নৌকার প্রার্থীরা। অনেকেই দলীয় প্রতীক নৌকা পাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন। যেকোনো মূল্যে দলীয় প্রতীক নৌকা পেতে অনেকে জেলার নেতাদের সাথেও যোগাযোগ রক্ষা করছেন।
দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে জীবন বৃত্তান্ত উপজেলা আওয়ামীলীগের মাধ্যমে জেলা আওয়ামীলীগের কাছে জমা দিয়েছেন। জেলা আওয়ামীলীগ দলীয় একক প্রার্থী মনোনয়নে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রেরণ করবেন।
উপজেলার ৭ ইউনিয়নে দলীয় মনোনয়ন নৌকা পেতে ৩৫ জন প্রার্থী আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা।
উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নে ৪জন, বেলছড়ি ইউনিয়নে ৫জন, গোমতী ইউনিয়নে ৬জন, আমতলী ইউনিয়নে ৪জন, বড়নাল ইউনিয়নে ৫জন, তবলছড়ি ইউনিয়নে ৫জন ও তাইন্দং ইউনিয়নে ৬জন।
সদর ইউনিয়নের ৪জন হলেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দ্র কিরণ ত্রিপুরা, সহ-সভাপতি বিবিন্দ্র কিশোর ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত উপদেষ্টা কমিটির সদস্য হেমেন্দ্র ত্রিপুরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পলাশ ত্রিপুরা।
বেলছড়ি ইউনিয়নের ৫জন হলেন, বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. রহমত উল্লাহ, বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আহসান উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য মো. জয়নাল আবেদীন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মো. সালা উদ্দিন।
গোমতি ইউনিয়নের ৬জন হলেন, গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন, গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ভাগ্যধন ত্রিপুরা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ।
আমতলি ইউনিয়নের ৪জন হলেন, আমতলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল গণি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাবেন কুমার ত্রিপুরা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. শাহ এমরান।
বড়নাল ইউনিয়নের ৫জন হলেন, বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল বাশার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউনুছ মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য মো. শাহজাহান, উপজেলা যুবলীগের সদস্য মো. ইলিয়াস।
তবলছড়ি ইউনিয়নের ৫জন হলেন, তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য নূর মোহাম্মদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল করিম।
তাইন্দং ইউনিয়নের ৬জন হলেন, তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল লতিফ মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এ বি এম কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. পেয়ার আহমদ মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার।
দলীয় মনোনয়ন প্রার্থীর ব্যাপারে কেমন প্রার্থীরা নৌকা প্রতীক পাবে, জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা বলেন, ‘আমরা ৩৫ জনের আবেদন হাতে পেয়েছি। এর মধ্যে দলের জন্য যারা নিবেদিত, ত্যাগী ও জনপ্রিয় তাদেরকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক কোন হাইব্রিড, অনুপ্রবেশকারী, সুবিধাবাদী এবং নৌকার বিরোধিতাকারী ব্যক্তিদের কাউকে আমরা মনোনয়ন তালিকায় রাখিনি। আমরা আশাবাদী, এই তালিকা থেকে দল যাদের মনোনয়ন দিবে আমরা তাদের বিজয় তথা নৌকার বিজয়ের জন্য সর্বোচ্চ কাজ করব।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ