1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ১ মার্চ, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার (১ মার্চ) খাগড়াছড়ি সদর জোন কর্তক পানছড়ি আর্মি ক্যাম্প এর আওতাধীন ফাতেমানগর নিম্ন মধ্যমিক বিদ্যালয়ে এসব শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন (৩০ বীর)।
শিক্ষা সহায়ক সামগ্রীর মধ্যে শিক্ষার্থীদের জন্য বেঞ্চ এবং শিক্ষকদের জন্য চেয়ার-টেবিল  প্রদান করেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আবুল হাসনাত। এসময় পানছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো: জোবায়ের মাহমুদ উপস্থিত ছিলেন।
 শিক্ষা সামগ্রী বিতরণকালে খাগড়াছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ে বসবাসরত মানুষের পাশে থেকে তাদের সেবা প্রদান এবং যেকোন বিপদে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। পাহাড়ে বসবাসকারী জনগণ যাতে শান্তি এবং নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষ্যে সামনে রেখে সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে এ ধরনের অনুদান মূলক কর্মসূচি জোন কর্তৃক ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অনুদান প্রাপ্ত হয়ে উপকৃত ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ