1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে সাড়ে ৫ কোটি টাকার কৃষি যন্ত্রপাতি ও অনুদান বিতরণ করেছে জেলা পরিষদ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সাড়ে ৫ কোটি টাকার কৃষি যন্ত্রপাতি ও অনুদান বিতরণ করেছে জেলা পরিষদ

  • প্রকাশিতঃ রবিবার, ১ অক্টোবর, ২০২৩
মো. আবদুর রউফ:
খাগড়াছড়িতে ৪ কোটি টাকার কৃষি যন্ত্রপাতি ও একই খাতে ১ কোটি টাকার উদ্যোক্তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
ষ্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে আরএডিপিতে জিওবি অর্থায়নে বরাদ্দকৃত অর্থে এ যন্ত্রপাতি ও অনুদান বিতরণ করা হয়। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হতে আপদকালীন আরও ৫৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এর আগে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ির সংসদ সদস্য ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাসিন হায়দার চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, মং সার্কেল চীপ সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম বক্তব্য প্রদান করেন।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণের উপ-পরিচালকের নিকট ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করা হচ্ছে।
এসময় খাগড়াছড়ি ডিজিএফআই ডেট কমান্ডার কর্ণেল অ স ম বদিউল আলম, এএসইউ ডেট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইস্তেয়াক আহমেদ, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আবুল হাসনাত,  এনএসআইয়ের যুগ্ন পরিচালক মো. ফিরোজ রব্বানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে এখন সমতলের ন্যায় উন্নয়নের জোয়ার বইছে। সড়ক যোগাযোগে আমূল পরিবর্তন ঘটেছে। শিক্ষাখাতে অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে। কলেজ, মাধ্যমিকের পাশাপাশি দুর্গম এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। যেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছেনি সেসব এলাকায় সরকার বিনামূল্যে সোলার প্যানেলের মাধ্যমে আলোর ব্যবস্থা করেছে। সরকার ৫০% পর্যন্ত ভর্তুকি দিয়ে কৃষকদের প্রণোদনা দিচ্ছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র বলিষ্ঠ নেতৃত্বের কারণে। প্রধানমন্ত্রীর হাত ধরে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর যে পার্বত্য শান্তিচুক্তি হয়েছিল সে চুক্তির সুবাতাস এখন পাহাড়ে বইছে। শান্তিচুক্তি না হলে পার্বত্যঞ্চলে এই উন্নয়ন সম্ভব ছিল না।’
বিশেষ অতিথির বক্তব্য রাখছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বিশেষ অতিথি খাগড়াছড়ির সংসদ সদস্য ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। যারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো তারা এখন বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে সমতলের পাশাপাশি পার্বত্যঞ্চলেও সমভাবে উন্নয়ন অব্যাহত রয়েছে। পার্বত্যঞ্চলে প্রধানমন্ত্রীর বিশেষ সুনজর রয়েছে। আজ খাগড়াছড়িতে ৪ কোটি টাকার যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে তা প্রধানমন্ত্রীর সুনজরের ফসল। যা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
কৃষক সমিতির নিকট পাওয়ার টিলার হস্তান্তর করা হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। অনুষ্ঠান শেষে বিতরণকৃত কৃষি যন্ত্রপাতির মধ্যে ৯টি রাইচ কম্বোমিল, ২১টি পাওয়ার টিলার, ৯টি পাওয়ার রিপার, ৯টি পাওয়ার থ্রেসার, ৪টি কম্বাইন্ড হারভেস্টার, ১৫টি পাম্প মেশিন এবং ১৮টি পাওয়ার স্প্রে মেশিন বিতরণ করা হয়। একই খাতে লাইফষ্টক, ফিশারিজ, হোমষ্টেড ও গার্ডেনিং, মিশ্রফল চাষাবাদ, মৌচাষ ও নন-ট্রেডিশনাল চাষাবাদ, আইসিটি ডেভলপমেন্ট, নারী বান্ধব সুবিধা তৈরিতেও ১ কোটি টাকার অনুদান প্রদান করা হয়।
উদ্যোক্তা অনুদানের চেক বিতরণ করছেন প্রধান অতিথি।
তাছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হতে আপদকালীন ত্রাণ বিতরণ কর্মসূচিতে ১৪৬ জনকে ৫৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান-কার্বারী সহ বিভিন্ন এলাকা হতে আগত কৃষকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ