1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে ৫৮৬ কোটি টাকার নদী ভাঙন প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ৫৮৬ কোটি টাকার নদী ভাঙন প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
মো. আবদুর রউফ:
খাগড়াছড়িতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো ভাঙন হতে সংরক্ষণ প্রকল্পের ৫৮৬ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের ভার্চুয়ালি শুভ উদ্বোধন উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনকৃত প্রকল্পের মধ্যে রয়েছে খাগড়াছড়ির চেঙ্গী নদী ড্রেজিং ৩৪.৫৫ কিলোমিটার, মাইনী নদী ড্রেজিং ২৩.৬০ কিলোমিটার এবং তীর প্রতিরক্ষা কাজ সর্বমোট ৩৫টি স্থানে ১০.৮১৫ কিলোমিটার।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, খাগড়াছড়ি পৌরসভা র মেয়র নির্মলেন্দু চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই প্রকল্প বাস্তবায়ন হলে নদীর নাব্যতা ফিরে আসবে, নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, ভূ-উপরিস্থ সেচ সুবিধা বৃদ্ধি হবে এবং ভূ-গর্ভস্থ পানিস্তরও পুনর্ভরণ হবে। এছাড়াও খাগড়াছড়ি জেলা সদর ও দীঘিনালা উপজেলা শহর পাহাড়ি খরস্রোতা চেঙ্গী, মাইনী ও অন্যান্য নদী/ছড়া সমূহের ভাঙন হতে জনগুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করবে, নদীর তলদেশ ভরাট হওয়া বন্ধ করে আকস্মিক বন্যা হওয়া থেকে রক্ষা হবে এবং নদী পুঃনখননের মাধ্যমে শ্রম ঘন্টা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ বেকারত্বও দূর হবে।

 

 

সর্বমোট ৪৫টি প্যাকেজে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে তীর প্রতিরক্ষা প্যাকেজ, ড্রেজিং, চর অপসারণ, মেইনটেইনন্স ড্রেজিং ও বনায়ন রয়েছে। তীর প্রতিরক্ষা প্যাকেজের মধ্যে ইতোমধ্যে ১৫টি প্যাকেজের কার্যাদেশ প্রদান করা হয়েছে।
প্যাকেজগুলো খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি এবং গুইমারা উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ