1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজি, খাগড়াছড়িতে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা - আলোকিত খাগড়াছড়ি

পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজি, খাগড়াছড়িতে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
মো. আবদুর রউফ:
খাগড়াছড়িতে পেঁয়াজের অতিরিক্ত দাম রাখায় ৩ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি বাজারের মসজিদ সড়কে পাইকারি দোকানে এ জরিমানা করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
জরিমানা করা প্র‌তিষ্ঠানগুলো হলো মেসার্স শফি ট্রেডার্স, নিজাম স্টোর ও মামুন স্টোর।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, ‘বে‌শি দামে পেঁয়াজ বি‌ক্রি ও মূল্য তা‌লিকা সংরক্ষণ না করায় ৩টি প্র‌তিষ্ঠান‌কে ৩৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, খাগড়াছড়ি বাজারের একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৬৫-৭০ টাকা বেড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ