1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সরকারি নির্দেশনা অমান্য করায় মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান - আলোকিত খাগড়াছড়ি

সরকারি নির্দেশনা অমান্য করায় মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
মাটিরাঙ্গায় প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং সংক্রমণ প্রতিরোধে সরকারের নিদের্শনা অমান্য করার দায়ে পৃথকভাবে অভিযানে ১১ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৮ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মাটিরাঙ্গার বিভিন্ন  স্থানে এ আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সড়ক পরিবহন আইন-২০১৮ ও দণ্ডবিধি, ১৮৬০ এর বিধানমতে চার জনকে ছয় হাজার পাঁচশ টাকা অর্থদন্ড করা হয়।
এদিকে বিকাল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি, আমবাগান, খেদাছড়া এবং গড়গড়িয়া বাজারে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ ফারাজানা আক্তার (ববি)।
এ সময়ে দণ্ডবিধি, ১৮৬০ এর বিধানমতে সাত জনকে দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জনস্বার্থে এ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। জনসাধারণকে প্রয়োজন ছাড়া অযথা বাড়ির বাইরে জনসমাগম ও আড্ডা না দেওয়ারও অনুরোধ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ