1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ির চার উপজেলায় চলছে ভোট গ্রহণ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ির চার উপজেলায় চলছে ভোট গ্রহণ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ মে, ২০২৪
নিজস্ব প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে খাগাড়াছড়ি জেলার রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষীছড়ি এই চার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পযন্ত। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।
চার উপজেলায় মোট ৯০টি কেন্দ্র রয়েছে।  নির্বাচনে ২লক্ষ ১৩ হাজার ৮৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ৬২৩ জন আর নারী ভোটার ১ লক্ষ ৫ হাজার ২৭৪জন। এখন পযন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চার উপজেলায় মোট ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৩জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯জন। প্রতি উপজেলায় একজন জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, প্রতিটি ইউনয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ লক্ষীছড়ি ও মানিকছড়ি উপজেলায় ৮ প্লাটুন করে এবং রামগড় ও মাটিরাঙ্গা  উপজেলায়  ৬ প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ