1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ভোট প্রদানে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আস্থা ইয়ুথ গ্রুপের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - আলোকিত খাগড়াছড়ি

ভোট প্রদানে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আস্থা ইয়ুথ গ্রুপের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিতঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে আস্থা ইয়ুথ গ্রুপের আয়োজনে “ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটাধিকার” বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান। তিনি বলেন, “নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিকরা উন্নয়নের অংশীদার হন। বিশেষ করে প্রথমবারের ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ গণতন্ত্রকে আরও সুদৃঢ় করে। সচেতনতা সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান, ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু নলেজ চাকমা (জ্ঞান), আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক হাসান মোর্শেদ রিফাত, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা।
সভায় বিশেষ অতিথিরা বলেন, “গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশ আরও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। নতুন ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা ইতিবাচক উদাহরণ।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মোঃ সোহেল রানা।
আলোচনা সভা শেষে প্রথম ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মক ভোটিং এবং সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতীকী নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ