1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পানছড়ির হত দরিদ্রদের পাশে পুলিশ দম্পত্তি - আলোকিত খাগড়াছড়ি

পানছড়ির হত দরিদ্রদের পাশে পুলিশ দম্পত্তি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ১৮৯৬ বার পড়া হয়েছে
পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে হত দরিদ্রদের পাশে দাড়িয়েছে পানছড়ি থানায় কর্মরত পুলিশ দম্পত্তি।
এই দম্পত্তির খাদ্য সামগ্রী বিতরণের কথা শুনে সরেজমিনে গেলে তারা জানান, আসলে ছবি তোলার জন্য এই বিতরণ নয়। মূলত: নিজ চোখে দেখা আশ-পাশ এলাকার হত দরিদ্রদের পাশে দাড়ানোই মূল উদ্যেশ্যে। এভাবে সবাই যে যার অবস্থান থেকে এগিয়ে এলে হয়তো হত দরিদ্রদের মুখে হাসি ফোটবে।
জানা যায়, পুলিশ কনষ্টেবল মো: রায়হান খান পলিন ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের খান বাড়ীর মো: শহীদুল ইসলাম খানের ছেলে। তার সহধর্মিনীও পানছড়ি থানায় কর্মরত।
২০১২ সালে একই তারিখে দু’জন বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেয়। তারা উপজেলার ২৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে এক মহানুভবতার পরিচয় দিয়ে বাহিনীর মুখ উজ্জ্বল করেছে বলে জানায় পানছড়ির সচেতন মহল।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি দেশে বিরাজমান করোনা দুর্যোগ পরিস্থিতিতে আপামর জনসাধারণের প্রতি খাদ্যসামগ্রী দিয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের জেলার পানছড়ি থানাধীন যে পুলিশ দম্পতি করোনা ঝুঁকি নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ঘরবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন সেটা আমাদের জন্য অনুকরণীয় বিষয় বলে মনে করি। করোনা ঝুঁকি থাকা সত্ত্বেও পুলিশ বাহিনীর এমন ত্যাগ-তিতিক্ষা আজ জনসাধারণের মাঝে আগের তুলনায় আরও বেশি আস্থা বৃদ্ধি করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ