নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে মগ লিবারেশন পার্টির এক কালেক্টরকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। আটককৃত কালেক্টরের নাম আপ্রুচাই মারমা (৩০)। ময়ূরখীল গ্রামের মংপ্রু মারমার ছেলে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মানিকছড়ির গরমছড়ি নামক এলাকা থেকে মগ লিবারেশন পার্টির কালেক্টর আপ্রুচাই মারমা (৩০) কে
অস্ত্রসহ আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।
জানা গেছে, আপ্রুচাই মারমা দীর্ঘদিন ধরে মানিকছড়ির বিভিন্ন এলাকায় বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনার নেতৃত্ব দিয়ে আসছেন।
মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, অস্ত্রসহ মগ লিবারেশন পার্টির এক কালেক্টরকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।