দিগন্ত ত্রিপুরা, খাগড়াছড়িঃ
নববর্ষের প্রথমদিনে হাম রোগে আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে দীঘিনালা উপজেলার মাইতৈই পাড়া (মিলন কার্বারী পাড়া) ও সীমানা পাড়ার প্রত্যন্ত দুর্গম হাম রোগে আক্রান্ত এলাকায় এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে এমন এলাকায় এ বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। আর স্বেচ্ছাসেবী হিসেবে বিশুদ্ধ পানি সরবরাহের কাজে সহযোগিতা করেছে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের নেতাকর্মীরা। তবে শীঘ্রই ঐসব এলাকায় স্থায়ী ভিত্তিতে পানির সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল।

তিনি বলেন, পার্বত্য খাগড়াছড়ির অনেক দুর্গম এলাকা রয়েছে যেখানে হাম রোগে আক্রান্ত হয়েছে এবং বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। সে সব এলাকায় বিশুদ্ধ পানি নিশ্চিত করতে জেলা পরিষদ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমরা খুব শীঘ্রই ঐসব এলাকায় বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করব। পর্যায়ক্রমে বিশুদ্ধ পানির সংকট রয়েছে এমন পুরো জেলায় এ টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন করা হবে। বিশুদ্ধ পানির সংকট মেটাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
দীঘনালা উপজেলার মাইতৈই পাড়া (মিলন কার্বারী পাড়া) ও সীমানা পাড়ার প্রত্যন্ত দুর্গম হাম রোগে আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের সময় বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিজয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক যদুনাথ ত্রিপুরা, সদস্য হেলিন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক খলেন জ্যোতি ত্রিপুরা ও সদর কলেজ শাখার সভাপতি টিটু ত্রিপুরাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।