শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমন ও বিস্তার রোধে খাগড়াছড়ি শহরের প্রবেশ পথে স্বয়ংক্রিয় জীবানুনাশক স্প্রে স্থাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন।
খাগড়াছড়ি জেলাকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছে। এ বুথ থেকে স্বয়ংক্রিয়ভাবে জেলা শহরে প্রবেশকারীদের স্প্রে করে প্রবেশ করানো হবে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা জোনের রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান।
এ সময় সদর জোনের অধিনায়ক লে:কর্ণেল জাহিদুল ইসলাম,জেলা সিভিল সার্জন ডা:নুপুর কান্তি দাশ,অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম উপস্থিত ছিলেন।