1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
হত-দরিদ্রদের পাশে পানছড়ি থানা পুলিশ - আলোকিত খাগড়াছড়ি

হত-দরিদ্রদের পাশে পানছড়ি থানা পুলিশ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ১৪৭ বার পড়া হয়েছে
পানছড়ি প্রতিনিধিঃ
পানছড়ির খেটে খাওয়া হত দরিদ্রদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পানছড়ি থানার পুলিশ সদস্যরা।
রবিবার (১৯ এপ্রিল) থানা ভবন এলাকায় উপজেলার অর্ধশতাধিক হত দরিদ্রের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন, এসআই পার্থ রায় চৌধুরী, এসআই নিভু রঞ্জন দত্ত ও এসআই অনিক কুমার দে’র অর্থায়নে এ সব সামগ্রী দেয়া হয়।
ওসি দুলাল হোসেন জানান, আমরা আমাদের সাধ্যমত তাদের পাশে দাঁড়িয়ে সহায়তা দেয়ার চেষ্টা করছি এবং এ মুহুর্তে  বিত্তবানদের একটু  এগিয়ে আসা দরকার বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও পানছড়ি থানার এক পুলিশ দম্পত্তি উপজেলা ২৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ