1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে জ্বর নিয়ে গার্মেন্টস ফেরত যুবকের মৃত্যু - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জ্বর নিয়ে গার্মেন্টস ফেরত যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৭৭৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ

খাগড়াছড়ির জেলা সদরের গুগড়াছড়িতে জ্বর নিয়ে এক পোশাক শ্রমিকের মুত্যু হয়েছে। ঠিক কি কারণে সে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে তার নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ। নিহত যুবক গুগড়াছড়ি এলাকার অথৈঅং মারমার ছেলে উশাপ্রু মারমা (২৪)।

রোববার সকালে চট্টগ্রাম ফেরত ঐ পোশাক শ্রমিক মারা যায়। সে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিল। কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে ফিরলে তাকে স্থানীয় একটি স্কুলে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টইনে রাখা হলে সেখানেই তার মৃত্যু হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান,‘ পোশাক শ্রমিক জ্বর নিয়ে মারা গেছে। আমরা তার নমুনা সংগ্রহ করেছি। নমুনা পরীক্ষার পর জানা যাবে সে করোনা আক্রান্ত ছিল কিনা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ