1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
গুগড়াছড়িতে মারা যাওয়া যুবকের শরীরে করোনা ছিল না - আলোকিত খাগড়াছড়ি

গুগড়াছড়িতে মারা যাওয়া যুবকের শরীরে করোনা ছিল না

  • প্রকাশিতঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ১১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা সদরের গুগড়াছড়িতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা যাওয়া যুবকের নমুনায় করোনার ভাইরাস পাওয়া যায়নি।
সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আলোকিত খাগড়াছড়িকে বলেন, কোভিড ১৯ এর খাগড়াছড়ির গুগড়াছড়ি থেকে পরীক্ষাগারে পাঠানো নমুনার রেজাল্ট নেগেটিভ এসেছে। এপর্যন্ত মোট ২৭টি নমুনার রেজাল্ট এসেছে। সবগুলোই নেগেটিভ রেজাল্ট এসেছে। এখনো আরও কিছু রেজাল্ট পেনডিং অবস্থায় রয়েছে যা শীঘ্রই রেজাল্ট চলে আসবে বলে আশা করছি।
তবে সবাইকে সচেতন হয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে, অন্য জেলা থেকে ফেরত আসাদের কোয়ারেন্টিন নিশ্চিত করার অনুরোধ জানান তিনি। স্বাস্থ্যগত কোন সমস্যা হলে তিনি সরাসরি স্ব স্ব এলাকার স্বাস্থ্য বিভাগে যোগাযোগের জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য, ১৯ এপ্রিল খাগড়াছড়ির গুগড়াছড়িতে উশাপ্রু মারমা নামে এক গার্মেন্টস ফেরত পোশাককর্মীর মৃত্যু হয়েছিল। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। আজ তার রেজাল্ট নেগেটিভ এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ