1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ভাইবোনছড়ায় প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সচিবের খাদ্য সামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

ভাইবোনছড়ায় প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সচিবের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী উত্তরণে জেলার ভাইবোনছড়া ইউপিতে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী।
২৮ এপ্রিল মঙ্গলবার ইউপি ২নং ওয়ার্ডের ভাইবোনছড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে এর সার্বিক সহযোগিতায় রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়।
ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, ২৮ এপ্রিল ইউপির ১ ও ২নং ওয়ার্ডে ৩২১জনকে খাদ্য সামগ্রী দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন  তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
এছাড়াও পার্বত্য জেলা পরিষদ সদস্য ম্যাকাচিং চৌধুরী, মংসুইপ্রু চৌধুরী অপু, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, শতরুপা চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ