শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
মেসার্স আম্বিয়া ট্রেডার্সের পক্ষ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী ফেস শিল্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মেসার্স আম্বিয়া ট্রেডার্স এর পক্ষ থেকে এ সুরক্ষা সামগ্রী গ্রহন করেন উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও জেলা সদর আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ নূপুর কান্তি দাশ, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুুুল হক, ইউএইচএফপিও ডাঃ সন্জীব ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আরএমও ডা. পূর্ণ জীবন চাকমা, বিএমএ সেক্রেটারি ডাঃ টুটুল চাকমা, আম্বিয়া ট্রেডার্সের স্বত্তাধিকারী মোঃ ইসমাইল সহ হাসপাতালের অন্যান্য ডাক্তারগণ উপস্থিত ছিলেন।