শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের লক্ষ্যে সরকারি আদেশ অমান্য করায় দুটি কুলিংকর্ণারকে ৬হাজার টাকা ও চড়াদামে ঔষুধ বিক্রয় করার দায়ে সেবা ফার্মেসিকে ৫হাজার টাকা সহ ১১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১মে) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি।
সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুুলে রাখায় দুটি কুলিংকর্ণার ও চড়াদামে ঔষধ বিক্রয় করার অপরাধে এসব জরিমানা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ বলেন,করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।