শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবে খাগড়াছড়িতে গৃহবন্দী নিম্ন আয়ের মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ মে) খাগাড়ছড়ি রেড ক্রিসেন্ট জেলা ইউনিট কার্যলয় সামনে উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপানা পর্ষদের সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান কংজরী চৌধুরী উপস্থিত থেকে এই ফুড প্যাকেজ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, কার্যনির্বাহী সদস্য মো. জসীম উদ্দিন, ক্যজরী মারমা, ধীমান খীসা, মো. শহীদুল ইসলাম, রোকেয়া বেগম, ইউনিট লেভেল অফিসার আব্দুল গনি মজুমদার প্রমূখ।
খাগড়াছড়ি জেলা সদর সহ জেলার আরও ৮টি উপজেলায় সোসাইটি থেকে প্রেরিত ফুড প্যাকেজ বিতরণ সম্পন্ন করেছে খাগাড়ছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট। খাগাড়ছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের অধীনে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর সারাদেশে ৭৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ফুড প্যাকেজ বিতরণ করেছে। সেই লক্ষ্যেই খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে ৫০০ প্যাকেট ফুড প্যাকেজ বিতরণ সম্পন্ন করা হয়েছে।