1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসামীর পলায়ন - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসামীর পলায়ন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরাকো চাকমা নামে এক আসামী হাতকড়াসহ পালিয়েছে।
বৃহস্পতিবার (৭মে) ভোরে এ ঘটনাটি ঘটে। এঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ৪পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৬মে ভোর রাতে জেলার পানছড়ির আইয়ুব নগরের বাসিন্দা আব্দুর রহিম মিয়ার বাড়িতে চুরি করতে গিয়ে একই উপজেলার মানিক্কা পাড়ার বাসিন্দা এরাকো চাকমা হাতেনাতে ধরা পরে।
এসময় আব্দুর রহিম মিয়ার চিৎকারে লোকজন এসে তাকে গণধোলাই দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতারপূবক চিকিৎসার জন্য পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি করানো হলে ভোর রাতে সে পালিয়ে যায়।
খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ বলেন,পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতার করতে অভিযান চলছে। দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের চার সদস্যকে ক্লোজ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ