1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে এতিমদের ঈদ উপহার বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে এতিমদের ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ১৩৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ

মুজিববর্ষ উপলক্ষে খাগড়াছড়ির ১১টি এতিমখানায় শিক্ষার্থীদের জন্য নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

মঙ্গলবার (১৯ মে) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসা ও এতিমখানা, ভুয়াছড়ি বাইতুল আমান এতিমখানা, বেগম চন্দন নুর এতিমখানা, রহমানিয়া এতিমখানা, গারাঙ্গিয়া এতিমখানা, দারুল আইতাম এতিমখানা, কোর্ট জামে মসজিদ এতিমখানা, খাগড়াছড়ি ইসলামিয়া এতিমখানা, বাইতুল করিম এতিমখানা, আল আমিন বাড়ীয়া এতিমখানা ও খেজুর বাগান ইসলামিয়া এতিমখানায় এই ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জি-টু-আই) মেজর সালাহ উদ্দিন এককালীন এ নগদ অর্থ ও এতিম ১৭০ জন শিক্ষার্থীর জন্য পোলাউয়ের চাল, সেমাই, চিনি, দুধ, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জি-টু) মেজর মো: সালাহউদ্দিন বলেন, মুজিববর্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা যাতে করে ভালো ভাবে ঈদ পালন করতে পারে সে জন্য আমাদের তরফ থেকে চেষ্টা করেছি। এদিকে এতিম শিশুরা ঈদ সামগ্রী ও নগদ অর্থ পেয়ে খুবই আনন্দিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ