মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
মাটিরাঙ্গায় কর্মরত সাংবাদিকদের পেশাগত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, অত্র উপজেলার বিভিন্ন উন্নয়নে স্থানীয় সাংবাদিকরাও সমভাবে অংশীদার। সরকারের বিভিন্ন কর্মকান্ডে সাংবাদিকরা স্থানীয় প্রশাসনের সহযোদ্ধা ছিল বলে উল্লেখ করেন তিনি।
শনিবার (১৫ আগষ্ট) দুপুরের দিকে মাটিরাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাটিরাঙ্গার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ’র বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’র বরণ অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মাটিরাঙ্গার নবাগত উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, সহযোগিতা পেলে সুষ্ঠুভাবে দায়িত্বপালনের পাশাপাশি আমি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে কাজ করবো। সাংবাদিকরা জাতির বিবেক,সমাজের দর্পন। এলাকার উন্নয়নে সাংবাদিকদের লেখনী অত্যন্ত গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে উল্লেখ করে মাটিরাঙ্গার প্রতিটি সেক্টরের উন্নয়নে মিডিয়াকর্মীদের দায়িত্ববান হয়ে কাজ করারও আহবান জানান তিনি।
এসময় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুঁইয়া, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, যুগ্ম-সম্পাদক সাগর চক্রবর্তী কমল, অর্থ সম্পাদক অন্তর মাহমুদ ও নির্বাহী সদস্য মো.আবুল হাসেম প্রমুখ বক্তব্য রাখেন।
পরে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশকে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।