1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় পূবালী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় পূবালী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ পূবালী ব্যাংক লিমিটেড এর উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা বাজারে আলী কমপ্লেক্সের ৩য় তলায় পূবালী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক লিমিটেডের সহকারী মহা-ব্যাবস্থাপক খাগড়াছড়ি শাখা মো.আজিজুর রহমানের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে ব্যাংকটির শুভ উদ্বোধন ঘোষনা করেন,চট্রগ্রাম প্রিন্সিপাল অফিসের মহা ব্যাবস্থাপক নরেশ চন্দ্র বশাক।

উদ্বোধনকালে প্রধান অতিথীর বক্তব্যে নরেশ চন্দ্র বশাক স্থানীয় ব্যবসায়ী ও জন মানুষদের ব্যাংকিং সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মাটিরাঙ্গাবাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে এই শাখা উদ্বোধন করা হলো। আমরা গ্রাহকদের সেবার মান বিবেচনায় সর্বোচ্চ টা দিতে প্রস্তুুত। ব্যাংক সংক্রান্ত যে কোন সমস্যার সমাধান দিতে অভিমত ব্যাক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,উপ-মহা ব্যাবস্থাপক,চট্রগ্রাম উত্তর অঞ্চল খাঁন মোহাম্মদ জাবেদ জাফর,উপ মহা-ব্যাবস্থাপক চট্রগ্রাম কেন্দ্রীয় অঞ্চল মাহবুব আহমদ,উপ-মহা ব্যাবস্থাপক প্রিন্সিপাল অফিস চট্রগ্রাম এইচ.এম.ওমর ফারুক,সহকারী মহা ব্যাবস্থাপক চট্রগ্রাম উত্তর অঞ্চল,সরদার মোহাম্মদ হারুনুর রশিদ। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা থানার এসআই মোজাম্মেল হক, আলী কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো.রাকিবুল হাসান অত্র ব্যাংকের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ