1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দক্ষিণ খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক - আলোকিত খাগড়াছড়ি

দক্ষিণ খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি এসেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদার।
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তিনি সংক্ষিপ্ত সফরে খাগড়াছড়িতে আসলে সফরের প্রথম দিনে সদর উপজেলার অন্যতম আদর্শ বিদ্যাপীঠ দক্ষিণ খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা ও মঞ্জুর মোর্শেদ।
তিনি খাগড়াছড়িতে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন বলে জানা গেছে।
এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ধীমান খীসা ও প্রধান শিক্ষক বিজয়া খীসা উপস্থিত অতিথিদেরকে বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদার বিদ্যালয়ের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মানসম্মত ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করায় প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন। তাছাড়া শিক্ষকদের উদ্দেশ্যে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনামূলক মূল্যবান পরামর্শ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ