শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
সারাদেশ ব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন নারীর প্রতি সহিংসতা বন্ধে ও এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়ন শাখার ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বুধবার ৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মাটিরাঙ্গার আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখ স্থানে আমতলী ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দের আয়োজনে এ ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
আমতলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো.মহসিন, যুগ্ন আহবায়ক সৈকত মাহমুদ,বড়নাল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো.সোহাগ,সাধারণ সম্পাদক মো.মাসুদ রানা,ও প্রচার সম্পাদক শামিম হোসেন ছাড়াও আমতলী ও বড়নার ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা মো.আবু তালেব ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে বলেন,বাংলাদেশে আমাদের প্রত্যেকটি ইউনিয়নেও কমিটি রয়েছে। আমরা আমাদের নেতা-কর্মীদের বলছি,যেখানে ধর্ষক, ইভটিজার দেখবেন সেখানে তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন
তিনি আরও বলেন, আমরা মা বোনদের অনুরোধ করবো তারা যদি কোথাও কোনো হেনস্তার শিকার হয়,ধর্ষণের শিকার হয় তাহলে যেন ছাত্রলীগের নেতাকর্মীদের জানান। ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করে ছাড়বে। আমরা ইতোমধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানাচ্চি।
অনুষ্ঠানে অত্র ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন,সহ অনেকে উপস্থিত ছিলেন।