1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মহালছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

মহালছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৫ বার পড়া হয়েছে
মহালছড়ি প্রতিনিধিঃ
“মুজিবর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মহালছড়িতেও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর (শনিবার) সকাল ১১ টার সময় মহালছড়ি থানা পুলিশের আয়োজনে মহালছড়ি থানার সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর এর সভাপতিত্বে এস আই মোঃ ইফতিখার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহজাহান পাঠোয়ারী। আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন মহালছড়ি শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, মহালছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন ও মহালছড়ি থানার এস আই নুরুল ইসলাম সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং ডে কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে পুলিশিং সেবা দৌড়গোড়ায় পৌছে দেওয়া সহ বাল্যবিবাহ রোধ, ধর্ষণরোধ প্রভৃতিতে এলাকার সচেতন জনগণ ও পুলিশ উভয়ের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সবার সাথে সমন্বয়ের উপর গুরত্ব দেন বক্তারা। এছাড়াও থানায় এসে সকল জনগণকে বিনামূল্যে আইনী সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। তাই এই বিষয়ে যার যার অবস্থান হতে সেবা গ্রহণে প্রতিটি ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি, ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান সহ সর্বস্তরের জনগণের আন্তরিকতা ও প্রচেষ্টা থাকতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ