বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
ব্রাজিলে ওমিক্রন এখন কোভিডের সবথেকে প্রভাবশালী ভ্যারিয়েন্ট। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা এ তথ্য দিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, দুঃখজনকভাবে কোভিডের অন্য ভ্যারিয়েন্টগুলোকে ছাপিয়ে ওমিক্রনই এখন ব্রাজিলের সবথেকে প্রভাবশালী ভ্যারিয়েন্ট। আমরা এখনো এর কেস সংখ্যা বাড়তে দেখছি। তবে এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি।
ওমিক্রন ছড়ালেও ব্রাজিলে হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার বাড়বে না বলেই মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। এ জন্য তিনি দেশটির সফল ভ্যাকসিন কার্যক্রমের কথা উল্লেখ করেন।