1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় গাঁজা সহ আটক ১ - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় গাঁজা সহ আটক ১

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত গাঁজা ব্যবসায়ীর নাম রোশন আলী (৫৪)। সে মাটিরাঙ্গার সাত ভাই পাড়া এলাকার মৃত আহমদ উল্লাহর সন্তান।
শুক্রবার (৩১ মে) মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল আমতলী ইউপির ২ নং ওয়ার্ডের সাত ভাই পাড়া এলাকার হাবিলদার টিলা যাত্রী ছাউনি সংলগ্ন পাকা সড়ক হতে আসামিকে আটক করে।
পুলিশ জানায়, জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল থানা এলাকায় মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে ৫০০ গ্রাম গাঁজাসহ রোশন আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ