1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি উপজেলা বিএনপি'র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - আলোকিত খাগড়াছড়ি

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি উপজেলা বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
মহালছড়ি প্রতিনিধি:
আওয়ামী লীগ’র দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহালছড়ি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে মহালছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল হক এর নেতৃত্বে মহালছড়ি উপজেলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে  উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক এবং উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পয়তারা করছে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, দ্রুত তাদের গ্রেপ্তার করুন। অন্যথায় আমরা রাজপথে নামতে বাধ্য হবো।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ