সাজু আহমেদ, খাগড়াছড়ি:
যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা’র অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন এবং রেড ক্রিসেন্ট কার্যক্রমকে ত্বরান্বিত করা লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/রেড ক্রিসেন্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপার ভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দলের সাবেক যুব প্রধান শাহেনা আক্তার, কমল কৃষ্ণ দে,
সাবেক উপ-দলনেতা- ২ শরিফ উদ্দিন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট এর সাবেক প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মো. আল আমিন, বর্তমান কার্যকরী কমিটির মাটিরাঙ্গা উপজেলা দলের উপ-দলনেতা- ২ জাহানারা আক্তার ও যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দলের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মাটিরাঙ্গা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দল গঠন ও প্রশিক্ষণ পরিচালনার কর্ম পরিকল্পনা প্রনয়ণ করা হয়।