1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে র‍্যালি - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে র‍্যালি

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
সাজু আহমেদ, খাগড়াছড়ি:
উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাইং, চাকমাদের বিঝু (বৈসাবি) ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে পায়রা ও বেলুন উড়িয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ও তার সহধর্মিণী মিসেস ফারহানা আক্তার চৌধুরী।
এসময় রিজিয়ন কমান্ডার সার্বক্ষণিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল পাহাড়ী-বাঙ্গালিদের প্রতি আহ্বান জানান। বৈসাবি উৎসব নির্বিঘ্নে নিরাপদে সকলে যাতে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে পালন করতে পারে সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সহ সামরিক-বেসামরিক ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র‌্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ার হয়ে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে সহস্রাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর তথা ত্রিপুরা, মারমা, চাকমা, বাঙ্গালী, সাওতাল তরুণ-তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে এতে অংশ নেন।
র‌্যালিটি হয়ে উঠে সর্বস্তরের মানুষের মিলনমেলায়। মারমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ রঙিন ছাতা নিয়ে র‌্যালিতে অংশ নেন। র‌্যালি পরে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীদের শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তা শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ