1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় পুলিশি অভিযানে গাঁজাসহ যুবক আটক - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় পুলিশি অভিযানে গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের গেইটসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম নিলক ধন চাকমা (২২)। তিনি ছোট মেরুং ইউনিয়নের পূর্বচন্দ্র কারবাড়ি পাড়ার বাসিন্দা।
এ সময় অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফরিদুল আলম। তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন এবং সেখান থেকেই নিলক ধন চাকমাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
ঘটনার পর পুলিশ পরিদর্শক মোঃ ফরিদুল আলম বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মাদক মামলা (মামলা নং-০৪, তারিখ: ১০/০৪/২০২৫) দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় রুজু করা হয়। মামলার তদন্তভার এসআই মোস্তাফিজুর রহমানের ওপর অর্পণ করা হয়েছে।
এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ জানান, “অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ