1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা; অপহৃতদের উদ্ধারে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান - আলোকিত খাগড়াছড়ি

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা; অপহৃতদের উদ্ধারে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান

  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে
সাজু আহমেদ, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি সেক্টর এর প্রতিনিধি ও  বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাফায়েত জামিল, খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন, গুইমারা রিজিয়নের জিটু-আই মেজর সাইফুল ইসলাম সাইফ, অতিথি জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, জেলা এনএসআই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ড মো. আরিফুর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য সহ বিভিন্ন বিভাগীয় দপ্তর প্রধানগণ-প্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
সভায় রামগড় পৌরসভা এলাকার প্রায় ৩০ হাজার লোকের পানি ব্যবস্থা গ্রহণ, জেলা মডেল মসজিদের দ্রুত কাজ সম্পাদন এবং অন্যান্য মডেল মসজিদ সমূহ হস্তান্তর কার্যক্রমের অগ্রগতি, রিছাং ঝর্ণায় গমনের সড়ক নির্মাণে দুর্বল কার্যক্রম সহ বিভিন্ন অভিযোগের সমাধানের আলোচনা, মাদকের পাচার বন্ধে সংশ্লিষ্টদের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অগ্নিকান্ড নিরসনের ক্ষেত্রে দীঘিনালা উপজেলাধীন বোয়ালখালী বাজারে পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং খাগড়াছড়িতে কাসাভা এবং তামাক চাষের বিকল্প চাষাবাদে কাজ করার জন্য কৃষি দপ্তরকে এ বিষয়ে পরামর্শ সহ অনুরোধ জানানো এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
আইনশৃঙ্খলা সভায় বেশি গুরুত্ব পায় অতি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ টমটম ড্রাইভারকে অপহরণ এবং মানিকছড়িতে রবি কোম্পানির ২ টেকনিশিয়ানকে অপহরণের ঘটনা। সভায় জানানো হয় অপহৃতদের উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে এবং এ ক্ষেত্রে স্থানীয় জনগন থেকে তেমন সহযোগিতা পাওয়া যাচ্ছেনা। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের আহ্বান জানানো হয়। এসমস্ত ঘটনায় প্রশাসনকে তৎপরতা বৃদ্ধির অনুরোধ জানানোর পাশাপাশি ঘটনার সাথে সাথে তাৎক্ষণিক ঘটনাস্থলে মুভ করার অনুরোধ জানান আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ