1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
সাজু আহমেদ, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার’র শুভাগমন উপলক্ষ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র দাস’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুল আরা সুলতানা, সদর থানার ওসি তদন্ত কামরুল ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ’সহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জেলার সার্বিক উন্নয়ন, নাগরিকসেবা, আইনশৃঙ্খলা রক্ষা এবং পার্বত্য অঞ্চলের বিশেষ প্রয়োজনের দিক নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত সবার সঙ্গে খোলামেলা মতবিনিময়ের মাধ্যমে জেলার সমস্যাগুলো শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।
এই মতবিনিময় সভা স্থানীয় প্রশাসন এবং জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ