সাজু আহমেদ, খাগড়াছড়ি:
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত খাগড়াছড়ি জেলা শাখা।
বৃহস্পতিবার (১লা মে) সকাল ১১ টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ইদগাহ ময়দান হতে শুরু হয়ে শাপলা চত্বর’সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলার সভাপতি কাজী আবু তাহের আনসারী, সিনিয়র সহ- সভাপতি মাওলানা সালা উদ্দিন আল কাদেরী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন’সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভাপতি কাজী আবু তাহের আনসারি তার বক্তব্যে বলেন, গত ২৬ শে এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে মাওলানা রইস উদ্দিন নেতৃত্ব দেওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। দেশে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আগেই পুলিশ যেনো তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। অনতিবিলম্বে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন তিনি।
এসময় আরও বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলার সিনিয়র সহ- সভাপতি মাওলানা সালা উদ্দিন আল কাদেরী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন’সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশ থেকে হত্যাকান্ডে জড়িতদের ধরতে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। নয়তো এই সমাবেশের জোয়ার আরও তীব্র হতে থাকবে বলে জানান বক্তারা।