নিজস্ব প্রতিনিধি:
নানান আয়োজনে খাগড়াছড়িতে মহান মে দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১লা মে) সকাল ১০ টায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গন থেকে একটা বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক হয়ে শাপলা চত্বর প্রদক্ষিন করে পূণরায় টাউন হলে এসে শেষ হয়। পরে টাউন হল অডিটোরিয়ামে আলোচনা সভায় যুক্ত হন সবাই।
বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও খাগড়াছড়ি জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ দিবস পালিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি স্থানীয় সরকারের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্বল ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, এনএসআই যুগ্ন পরিচালক মো. নাসির মাহমুদ গাজি, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা সহ পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন দপ্তরের প্রধান, বাস, দোকান, সমিতির প্রতিনিধি ও শ্রমিক’সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১১ ঘটিকায় মাননীয় প্রধান উপদেষ্টা আজকের এই টাউন হল প্রোগ্রামে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ বিটিভি চ্যানেল এর মাধ্যমে সরাসরি সংযুক্ত ছিলেন।