শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় বরাদ্ধ হওয়া ২৮ বস্তা চাউল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় চাল ক্রেতা মো.হাশেমকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনার পর থেকে চাউলের ডিলার মোমিন মিয়া পলাতক রয়েছে।
রোববার সকালে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বলিচন্দ্র কার্বাারি পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা মূল্যে চাউল বরাদ্দ দেয় সরকার। কিন্ত সেই চাউল বিতরণ না করে চাউলের ডিলার মোমিন ২৮ বস্তা চাউল স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। পরে স্থানীয়রা ঐ চাউল ক্রেতার বাড়িতে গিয়ে ২৮ বস্তা চাউল জব্দ করে। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাউল উদ্ধার করে ক্রেতাকে আটক করে নিয়ে আসে।
মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে চাউল জব্দের খবর পেয়ে গোমতি ইউনিয়ন থেকে ২৮ বস্তা চাল উদ্ধার করেছি। এই ঘটনায় ডিলার এবং ক্রেতার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে। এ চাউল চুরিতে ট্যাগ অফিসার জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।