1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে হাম আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করলেন পার্থ ত্রিপুরা জুয়েল - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে হাম আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করলেন পার্থ ত্রিপুরা জুয়েল

  • প্রকাশিতঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৮৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার হাম রোগে আক্রান্ত প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে সাময়িক আর্থিক অনুদান ও স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য এবং জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল।
রবিবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে হাম রোগে আক্রান্ত প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন তিনি।
এসময় হাম রোগে আক্রান্ত সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকাগুলোতে উন্নত মানের ৫ টি নলকূপ অতিশীঘ্রই স্থাপনের কাজ শুরু করার কথা বলেন তিনি।
পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, ভাইবোনছড়া ইউনিয়নে ইতিমধ্যে ১২৭ পরিবার হাম রোগে আক্রান্ত হয়েছে। ঐ এলাকায় বিশুদ্ধ পানির সংকট রয়েছে। তাই জরুরী ভিত্তিতে স্থায়ীভাবে ৫টি বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ। খুব শীঘ্রই এই টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে বিশুদ্ধ পানির সংকট রয়েছে এমন পুরো জেলায় এ টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।
এসময় ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক খলেন জ্যোতি ত্রিপুরা, কলেজ শাখার সভাপতি টেটু ত্রিপুরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কর্মীদের বিশুদ্ধ পানির সংকট এমন এলাকার গ্রামের প্রতিনিধির সাথে কথা বলে তথ্য সংগ্রহ করতে বলেন ও স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ