1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় করোনা থেকে সুরক্ষা দিতে একঝাঁক স্বেচ্ছাসেবী - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় করোনা থেকে সুরক্ষা দিতে একঝাঁক স্বেচ্ছাসেবী

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২২৯ বার পড়া হয়েছে
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। আর এ করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে দেশ। এ ভাইরাসের সংক্রমণ থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার মানুষদের সুরক্ষা সুরক্ষা করতে কাজ করেছে একঝাঁক তরুন স্বেচ্ছাসেবী।
মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন স্থানে মাইকিং ও জীবনুনাশক স্প্রে করছে এসব তরুন স্বেচ্ছাসেবীরা।
মাটিরাঙ্গা পৌর মানবাধিকার কমিশনের আয়োজনে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগ ও মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের একঁঝাঁক স্বেচ্ছাসেবী গত এক সপ্তাহ ধরে গ্রামীন সড়কে চলাচলকারী যানবাহন ও জনসাধারনকে জীবানুনাশক স্প্রে ও জনসচেতনতা সৃষ্টিতে মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালাচ্ছে।
ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তরুন স্বেচ্ছাসেবীরা বৃধবার (১৫ এপ্রিল) মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর, মাটিরাঙ্গা বাজার, নতুনপাড়া, ১০ নম্বর এলাকায় সচেতনতা মূলক মাইকিং ও জীবাণুনাশক স্প্রে করছে। মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এ কর্মসুচীর উদ্বোধন করেন।
এসময় মাটিরাঙ্গা ইউসিসিএ লি. এর চেয়ারম্যান মো.জাকির হোসেন বাবলু,মাটিরাঙ্গা পৌর মানবাধিকার কমিশনের সভাপতি মো. বাবুল আহাম্মদ, সহ-সভাপতি ও এ কার্যক্রমের প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন রিপন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুয়েল চাকমা ও মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান কমল কৃষ্ণ দে সহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এ উদ্যেগের প্রশংসা করে বলেন,দেশে এই মুহূর্তে আমাদের দেশে সবচেয়ে বড় দুর্যোগ করোনা ভাইরাস। এই দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সকলের এগিয়ে আসা প্রয়োজন।জনগনকে সচেতন করার মাধ্যমেই এ দুর্যোগ থেকে সকলকে নিরাপদ রাখতে হবে। বিনা কারনে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান তিনি।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, তোমাদের হাত ধরেই মাটিরাঙ্গার সাধারন মানুষের সুরক্ষা নিশ্চিত হবে। তিনি বলেন, চিকিৎসা নয়, জনসচেতনতার মাধমেই আমাদেরকে সম্মিলিতভাবে এ দুর্যোগ মোকাবেলা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ