শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
পানছড়ি প্রতিনিধিঃ
আজ ১৬ এপ্রিল বৃহষ্পতিবার সকালে পানছড়ির আরো দুটি নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা ও তার দল।
ডা: অনুতোষ চাকমা জানান, বর্তমান মৌসুমটাই সর্দি বা জ্বর হওয়ার সময়। সর্দি বা জ্বর হলে যে করোনায় আক্রান্ত তা ঠিক নয়। তারপরও আমরা নিজেদের নিরাপদ রাখতে যেখানেই খবর পাচ্ছি নমুনা সংগ্রহে ছুটে যাচ্ছি। নমুনার ফলাফল না আসা পর্যন্ত কেউ যাতে কোন বিভ্রান্তি না ছড়ায় সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।
অপর দিকে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সর্দি জ্বরে আক্রান্ত পরিবারের হোম কোয়ারেন্টিনের বিষয়টি নিশ্চিত করেছেন।