শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
মাটিরাঙ্গায় করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে থেমে নেই মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো প্রতিদিনের সচেতনতামুলক কার্যক্রম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা মানবাধিকার কমিশনের সদস্যবৃন্দ, মাটিরাঙ্গা ইউনিট যুব রেড ক্রিসেন্ট,উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ,চেঙ্গী মুক্ত রোভার স্কাউট গ্রুপের সদস্য এসব কর্মপদ্ধতি পরিচালনা করেন।
মাটিরাঙ্গা উপজেলার পুনর্বাসন,আলুটিলা,রিছাং ঝর্না,সাপমারা,ব্যঙ্গ মারা ১০ নম্বর,সহ পাশাপাশি এসব এলাকার আশ পাশে জীবানুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি হ্যান্ড মাইকে সরকারি নির্দেশনা মোতাবেক বিনা কারণে ঘর থেকে বের না হতে আহবান জানানো হয়। প্রয়োজন বের হলে মুখে মাক্স পরে ও বার বার সাবান দিয়ে হাত ধৌত করার আহবান জানান তারা।
এসময়,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.জহির উদ্দিন ফিরোজ,মাটিরাঙ্গা করোনা ভাইরাস প্রতিরোধের প্রধান সমন্বায়ক মো.দেলোয়ার হোসেন রিপন,যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক শারীরিক দুরত্ব বজায় রেখে জীবানুনাশক স্প্রে কার্যক্রমে অংশ গ্রহন করেন।