1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো মহালছড়ি উপজেলা ছাত্রলীগ - আলোকিত খাগড়াছড়ি

দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো মহালছড়ি উপজেলা ছাত্রলীগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৪৩৩ বার পড়া হয়েছে
মিল্টন চাকমা কলিন, মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে অঘোষিত লকডাউনের ফলে বোরো ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটে পড়েছে কৃষকরা। এছাড়াও অনেকের শ্রমিক নিয়ে এসে ধান কাটার সামর্থ্য ও নেই। যার ফলে কৃষকরা সঠিক সময়ে ধান কাটার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমতাবস্থায় মহালছড়ি উপজেলা ছাত্রলীগ কৃষকদের পাশে এসে দাঁড়ালো।
২৪ এপ্রিল (শুক্রবার) কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ অনুযায়ী মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমানের নেতৃত্বে উপজেলার কুমিল্লাটিলা গ্রামের দরিদ্র কৃষকের ১ কানি (৪০ শতক) জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেঁটে দিয়ে কৃষকের ঘরে তুলে দেয় তারা।
এই সময় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রনজিত দাশ, মহালছড়ি কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি হামিদুল ইসলাম ও সদর ইউনিয়নের প্রায় ৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী দরিদ্র কৃষকের ধান কাঁটার কার্যক্রমে অংশগ্রহন করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান আলোকিত খাগড়াছড়িকে বলেন, ‘আওয়ামী লীগের অতি গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে ছাত্রলীগ। আওয়ামী লীগ তথা ছাত্রলীগ মানুষের সেবা করায় বিশ্বাসী। বর্তমান এ সময়ে করোনা পরিস্থিতির কারণে ধান কাঁটার মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকট থাকায় কৃষকের হতাশা ঘুঁচাতে স্বেচ্ছাশ্রমে পাকা ধান কেটে ঘরে তুলে দিলাম।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি, শুধু করোনা পরিস্থিতি নয় উপজেলাবাসীর যে কোন দুর্যোগের মুহুর্তে মানবকল্যাণে ছাত্রলীগ এগিয়ে আসবে।  এছাড়াও লকডাউনে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের মাঝে খাদ্য সহায়তা সহ প্রয়োজনীয় পণ্যও ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি আমরা।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক জসিমউদদীন সহ মহালছড়ি এলাকাবাসী এই ধরনের কার্যক্রমের জন্য মহালছড়ি উপজেলা ছাত্রলীগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ