১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে বাসায় ফিরল পানছড়ির এক পরিবার
প্রকাশিতঃ
শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
১৫৩
বার পড়া হয়েছে
পানছড়ি প্রতিনিধিঃ
করোনার মহামারীর সময় ঢাকা থেকে বাড়ি এসে গোপনে অবস্থান করার কারণে ছয় সদস্যর পুরো পরিবারকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল।
গত ৭ এপ্রিল তারা পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাত্রাবাসে প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তোলা কোয়ারেন্টিনে এসেছিল। অবশেষে নির্ধারিত ১৪ দিন শেষ করে ২৪ এপ্রিল শুক্রবার নিজ বাড়িতে ফিরেছে।
যুব রেড ক্রিসেন্টের উপদেষ্টা মোফাজ্জল হোসেন তাদের আনুষ্ঠানিক বিদায় জানিয়ে প্রয়োজনীয় উপদেশগুলো বুঝিয়ে দেন। তারাও উপদেশগুলো মেনে চলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুব প্রধান রায়হান আহমেদসহ যুব রেড ক্রিসেন্ট ও আনসার ভিডিপি সমস্যরা।