1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে খাগড়াছড়ি শহর জুড়ে মাইকিং করেছে সিআরবি - আলোকিত খাগড়াছড়ি

অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে খাগড়াছড়ি শহর জুড়ে মাইকিং করেছে সিআরবি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
সাজু আহমেদ:
অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে খাগড়াছড়িতে সচেতনতামুলক ভাবে মাইকিং করেছে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) খাগড়াছড়ি জেলা শাখা।
শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস এবং মাহে রমজান উপলক্ষ্যে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত সিআরবি’র এ মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।
মাইকিং এর সময় খাগড়াছড়ি সিআরবি’র সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ বলেন, ‘পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। তারা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। এছাড়াও ভেজাল পন্য বিক্রি, ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি, খাদ্য দ্রব্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করে, ভোক্তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। যা সম্পূর্ণ আইনগত দণ্ডনীয় অপরাধ। তাই আমরা প্রাথমিকভাবে এসব অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে শহর এবং আশপাশ এলাকায় মাইকিং করেছি। যেন তারা সচেতন হয়।’
মূলত ব্যবসায়ী এবং ক্রেতাদের সচেতনতার লক্ষ্যে খাগড়াছড়ি শাপলা চত্ত্বর, শহীদ কাদের সড়ক, কেন্দ্রীয় মসজিদ এলাকা, মাছ বাজার, আদালত সড়ক, চেঙ্গী স্কোয়ার, বাস স্টেশন, ভাংগা ব্রিজ, সেলিম ট্রেড সেন্টার সহ বিভিন্ন এলাকায় সিআরবি’র এ মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ